কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগরে বাজারের ফুটপাত দখল করে দোকান বসানোর অপরাধে ১৩ জন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাজিরহাট বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাহাত উজ জামান।
অভিযান চলাকালে ফুটপাত দখল করে ব্যবসা করার দায়ে মোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, কমলনগর উপজেলার হাজিরহাট, করুনানগর, চরলরেন্স, খাসেরহাট, করইতলা ও তোরাবগঞ্জ বাজারে দীর্ঘদিন ধরে অনেক দোকানদার দোকানের সামনে ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন। এতে বাজার এলাকায় তীব্র যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান বলেন,
> “অবৈধভাবে ফুটপাত দখল করে যারা ব্যবসা করছেন, তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বাজারে স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে।”