জাতীয় শ্রমিক শক্তির যুগ্ম সদস্য সচিব হলেন রামগতির কৃতি সন্তান পিরাচা
এনসিপি সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন তৌফিক উজ জামান পিরাচা
নিজস্ব প্রতিবেদক:
  এনসিপি’র সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তি-এর যুগ্ম সদস্য সচিব নির্বাচিত হয়েছেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার কৃতি সন্তান, জুলাই যোদ্ধা তৌফিক উজ জামান পিরাচা।
সম্প্রতি জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এনসিপি’র আহ্বায়ক নাহিদুল ইসলামের স্বাক্ষরে প্রকাশিত ওই কমিটিতে মাজহারুল ইসলাম ফকিরকে আহ্বায়ক এবং রিয়াজ মোর্শেদকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিতে মোট ৭৫ জন সদস্য স্থান পেয়েছেন।
তৌফিক উজ জামান পিরাচা রামগতি উপজেলার পোড়াগাছা ইউনিয়নের জি.এ.এম. শফিকুল মনিরের ছেলে।
  তিনি জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখ সারির সংগঠক হিসেবে দীর্ঘদিন ধরে রাজপথে সক্রিয় ছিলেন।
স্কুল জীবন থেকেই তিনি জেএসডি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। প্রথমে স্কুল শাখার সদস্য, পরে উপজেলা কমিটির ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি আ স ম আবদুর রব সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক, জেলা কমিটির সদস্য এবং কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘ নেতৃত্বযাত্রায় তিনি পরবর্তীতে জেএসডি ছাত্রলীগের কেন্দ্রীয় আহ্বায়ক ও নির্বাচিত সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।
  তার নেতৃত্বে ভ্যাট বিরোধী আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য গঠন এবং বৈষম্য বিরোধী আন্দোলনের মতো গুরুত্বপূর্ণ আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন।
ছাত্ররাজনীতির পাশাপাশি তিনি শ্রমজীবী মানুষের অধিকার নিয়েও কাজ করেছেন। শ্রমজীবী মানুষের দুঃখ-দুর্দশা প্রত্যক্ষ করে তিনি শ্রমিক রাজনীতিতে যুক্ত হন এবং তাঁর কর্মদক্ষতায় জাতীয় শ্রমিক শক্তির যুগ্ম সদস্য সচিব পদে মনোনীত হন।
“শ্রমজীবী মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠা, উৎপাদন-বণ্টন ও রাষ্ট্র পরিচালনায় শ্রমিক শ্রেণির অংশগ্রহণ নিশ্চিত করতে আমি আজীবন কাজ করে যাব।”
— তৌফিক উজ জামান পিরাচা
রাজনীতির প্রতিটি ধাপে দায়িত্বশীলতা, সাহস ও আদর্শিক অবস্থানের কারণে তৌফিক উজ জামান পিরাচা আজ জাতীয় পর্যায়ে ছাত্র ও শ্রমিক রাজনীতির পরিচিত মুখ এবং সংগ্রামী নেতৃত্বের উজ্জ্বল প্রতীক।
🕒 প্রকাশের তারিখ: ২৩ অক্টোবর ২০২৫
  ✍️ প্রতিবেদক: নিজস্ব সংবাদদাতা
  📍 স্থান: রামগতি, লক্ষ্মীপুর
  🔖 বিভাগ: রাজনীতি | সংগঠন | জাতীয় সংবাদ