কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
টাকার অভাবে থেমে আছে লক্ষ্মীপুরের কমলনগরের মেধাবী ছাত্র মুজাহিদ হাসান মেহেদীর চিকিৎসা। হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে বাড়িতে কষ্টে দিন কাটছে তার। তার শরীরের বাম পাশের হার্টের বাল্ব নষ্ট হয়ে গেছে। চিকিৎসকরা জানিয়েছে, বাঁচাতে হলে ওপেন হার্ট সার্জারির মাধ্যমে দ্রুত বাল্ব প্রতিস্থাপন করতে হবে।
মেহেদী কমলনগরের হাজিরহাট বাজারের আলোর ভুবন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা মো. হাছান পেশায় একজন দিনমজুর। তিন থেকে চার লাখ টাকা খরচের এই চিকিৎসা তার পক্ষে বহন করা সম্ভব নয়।
মেহেদীর মা মুর্শিদা বেগম জানান, “তিন মাস আগে হঠাৎ ছেলের শরীর খারাপ হলে প্রথমে লক্ষ্মীপুরে ডাক্তার দেখাই। পরে নোয়াখালীর হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শে ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাই। সেখানে অধ্যাপক ডা. মানজিল আহমেদের অধীনে চিকিৎসা চলছিল। কিন্তু আর্থিক সংকটে চিকিৎসা বন্ধ হয়ে যায়।”
তিনি আরও জানান, এখন বাড়িতে অসুস্থ ছেলেকে নিয়ে চোখে অন্ধকার দেখছেন তারা। প্রতিদিনই তার ছেলের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। দ্রুত অস্ত্রোপচার না করালে মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে তার জীবন।
সহযোগিতা পাঠানোর ঠিকানা:
মুর্শিদা বেগম
অ্যাকাউন্ট নাম্বার: ২০৫০৩৭০৬৮০০০০৪৩১৭
ইসলামী ব্যাংক, হাজিরহাট শাখা, কমলনগর, লক্ষ্মীপুর
বিকাশ (পার্সোনাল): ০১৭৯৭৪২৩৭২০
মেহেদীর মা সমাজের বিত্তবান, প্রবাসী ও মানবিক হৃদয়ের মানুষদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। আপনার ছোট্ট একটি সহায়তায় মেহেদীর জীবন বাঁচতে পারে।