শিরোনামঃ
কমলনগরে ডাকাতির প্রস্তূতিকালে সর্দারসহ ৩ডাকাত গ্রেপ্তার কমলনগরে পতিতালয়ে অগ্নিসংযোগ মামলার প্রতিবাদে মুসল্লীদের মানববন্ধন ও বিক্ষোভ জাতীয় শ্রমিক শক্তি এর যুগ্ম সদস্য সচিব নির্বাচিত হয়েছেন রামগতি কৃতি সন্তান, জুলাই যোদ্ধা পিরাচা কমলনগরে ফুটপাত দখল, ১৩ ব্যবসায়ীকে জরিমানা কমলনগরে প্রবাসীর স্ত্রীর গলায় আত্মহত্যা কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে , স্বাস্থ্য কর্মকর্তাসহ ২ জনকে শোকজ কমলনগরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ। Hh টাকার অভাবে থমকে গেছে চিকিৎসা: বাঁচতে চায় মেধাবী শিক্ষার্থী মেহেদী স্মরণসভায় বাবুর আদর্শ ধরে রাখার আহ্বান: বিথীকা বিনতে
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ন
এইমাত্র পাওয়াঃ
Wellcome to our website...

কমলনগরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ।

Reporter Name / ৬০ Time View
শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

‎কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
‎জমি সংক্রান্ত বিরোধের জের ধরে লক্ষ্মীপুরের কমলনগরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। বুধবার  সকালে ভুক্তভোগী পরিবারের পক্ষে ফখরুল ইসলাম প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।  মামলা ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, চরফলকন ইউনিয়নের ফখরুল ইসলাম হাজিরহাট  ইউনিয়নেরমোশাররফ হোসেন রাসেল ও তার মা বিবি মরিয়ম থেকে হাজিরহাট বাজারের দক্ষিন পাশের একটি দোকাঘর খরিদ করেন। ওই দোকানঘর বিবি মরিয়ম ও তার ছেলে রাসেল চলতি বছরের ১০ জানুয়ারি ফফরুল ইসলামের কাছে পজেশন বিক্রি করে দেন। প্রকৃত অর্থে ওই দোকানঘর বিক্রি করে নিঃশর্তবান হন বহু দিন আগে মামি মামাতো ভাই, মামাতো বোন মনোয়ারা বেগম গংরা। এ দোকানঘর নিয়ে রাসেলদের সাথে তার মামতো।বোন মনোয়ারা বেগম গংদের সাথে বিরোধ চলে আসছে দীর্ঘদিন থেকে। এ বিষয়ে উভয়ের মধ্যে একাধিক মামলা চলমান রয়েছে।
‎এর আগে প্রতিপক্ষ নুরজাহানের মেয়ে মনোয়ারা গংরা ভুয়া নথি  সৃজন করে গত ২০০৯সালের ১০ ফেব্রুয়ারী ১ নং খাস খতিয়ানভুক্ত ৩০৮১ দাগের বিবিধ নথি ২৯/০৯-১০ (একশনা) ডিসিআর নং-২৯০৮৯/১১)০.১৩১ একর বন্দোবস্ত নিয়েছে বলে দাবি করে। কিন্তু  যাচাই বাচাই করে দেখা যায় তাদের বন্দোবস্তের নথিটি ভুয়া। ভূমি অফিসের রেকর্ড রেজিস্ট্রারে এমন কোন বন্দোবস্তের তথ্য উল্লেখ নেই। এরপরও বাজারের দোকানঘর পাওয়ার জন্য রাসেল ও তার মাকে মামলা ও হামলা করে বিভিন্ন ভাবে হয়রনি করে তারা।
‎এদিকে আনোয়ারা ও তার বোন মনোয়ারা মিলে রাসেলদের বিরুদ্ধে মামলা হামলা করলে আনোয়ারা বুজতে পারেন তাকে তার বোন ভাইয়েরা প্রতিপক্ষকে ঘায়েল করতে ব্যবহার করছে এবং আনোয়ারার কাছ থেকে মামলায় খরচ হয়েছে বলে বোন মনোয়ারা ছেলে মনির হোসেন অনেক টাকা হাতিয়ে নেয়। এবং আরো মামলা খরচ লাগবে বলে ৫০ হাজার টাকা চাপ দেয়। এতে তাদের মধ্যে চলতি বছরের গত১২ই জুন মনির ও তার খালাদের মধ্যে মারা মারি হয়। ওই ঘটনায় প্রায় দেড় মাস পরে গত ২০ জুলাই (সিআর ৫৯৯/২৫) তাদের মারামারির ঘটনায় মনোয়ারা তার বোন আনোয়ারাদেরকে বাদ দিয়ে ফখরুল এবং তার ভাতিজা মামুন ও ভাতিজি জামাই হারুনুর রশিদ ও রাসেলসহ ১২ জনকে আসামি করে আদালতে মিথ্যা  মামলা দায়ের করে। আদালত লক্ষ্মীপুর ডিবি অফিসকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন। যে ঘটনায় তাদের যে আসামি করা হয়েছে তারা কেউ ওই গঠনার সঙ্গে জড়িত নন। এবং তারা ওই এলাকার বাসিন্দাও নয়।
‎ভুক্তভোগী ফখরুল ইসলাম বলেন, মনোয়ারা বেগম গংদের বিরুদ্ধে জালিয়তির অভিযোগ এনে আমি আদালতে চলতি বছরের ২৪ এপ্রিল একটি মামলা করি (সিআর ৩২৬/২৫)। উপজেলা ভূমি অফিস তদন্ত করে জালিয়াতির প্রমাণ পেয়ে প্রতিবেদন দে। এতে তারা ক্ষুব্ধ হয়ে আমাদের বিরুদ্ধে এ মিথ্যা মামলা করেন। আমার এর সঠিক বিচার চাই।
‎এ বিষয়ে আনোয়ারা বেগম বলেন, আমার ভাগিনা মনির মিথ্যা আশ্বাস দিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে একাধিক মামলা করে আমাদের ব্যবহার করছে। আমার থেকে বিভিন্ন সময় মামলা খরচ ৬০হাজার টাকা নিয়েছে। এখন আবার ৫০হাজার টাকা দাবি করে। এতে টাকা দিতে অস্বীকার করলে বোন মনোয়ারা তার ছেলে মনির ও আমার ভাই খালেকসহ আমাদের এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। আমরা টাকার অভাবে মামলা করতে পারিনি। এখন শুনি দেড় মাস পরে প্রতিপক্ষ  রাসেল, ফখরুল, হারুনদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে। এ মামলাটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। আমি এ মামলার সঠিক তদন্ত চাই।
‎এ বিষয়ে মামলার বাদি মনোয়ারা বেগমের কাছে মামলার বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ওই মামলার স্বাক্ষী ও বাদির ছেলে মনির হোসেন রাসেল এ মামলার বিষয়ে কিছু জানেন না বলে জানান।
‎এ বিষয়ে লক্ষ্মীপুর ডিবি অফিসের সাব-ইন্সপেক্টর বাপন চক্রবর্তী বলেন, আদালতের নির্দেশনা মোতাবেক আমরা মামলাটির বিষয়ে তদন্ত করছি। প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রতিবেদন দেওয়া হবে।


More News Of This Category

Hh